অমর ২১ ফেব্রুয়ারি মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় ২১ ফেব্রুয়ারি, যা একই সঙ্গে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে শহীদ দের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।
মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণ করে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেছে উখিয়ায় জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
যথাযোগ্য ভাবগাম্ভীর্যপূর্ন মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ইং যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি অনুসরণ করে ভাষার জন্য আত্নত্যাগকৃত সকল বীর শহীদদের স্বরনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কক্সবাজার জেলা উখিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির আহবায়ক বাবু উজ্জ্বল ধরের নেতৃত্বে জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সদ্য নবনির্বাচিত কমিটি সহ সম্মানিত দোকান মালিক ও অন্যান্য সসদস্যবৃন্দদের সাথে নিয়ে রাত ১২:০১ মিনিটে কালো ব্যাচ ধারন করে উখিয়া কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।