গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোটবাজার হাকিম আলী চৌধুরী কেজি স্কুলে উখিয়া জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক( ২০২১-২০২৩)ইং নির্বাচন সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলা জুয়েলার্স সমিতির সহ-সভাপতি রুপন ধর,সাধারণ সম্পাদক হাজী উসমান গণির নেত্বতে পর্যবেক্ষক দলটি এই নির্বাচন সম্পন্ন করে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সম্মানিত বাবু সুনিল ধর,সচিব বাবু রনজিত ধর, অতিরিক্ত নির্বাচন কমিশনার মং ছিং মহোদয়দের ও কক্সবাজার জেলা জুয়েলার্স কমিটি হতে আগত পর্যবেক্ষকবৃন্দদের ,রামু উপজেলা জুয়েলার্স সমিতি হতে আসা পরিদর্শকবৃন্দদের এবং উখিয়া উপজেলা জুয়েলার্স সমিতির নির্বাচন বিষয়ক সম্মানিত উপদেষ্টাগনদের একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে জুয়েলার্স সমিতির সম্মানিত সদস্যবৃন্দদের ভোটাধিকার প্রয়োগ স্বতঃস্ফূর্তভাবে প্রদানের নিশ্চিত করে নির্বাচন সুসম্পন্নকরন ও একটি নবনির্বাচিত কমিটি উপহার দেওয়া হয়েছে।এতে ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু মিলন ধর নকসী জুয়েলার্স উখিয়া।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিমুল কান্তি ধর উজ্জল জুয়েলার্স থাইংখালী উখিয়া।৬২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু শয়ন ধর শাহ্ জালাল জুয়েলার্স কুতুপালং।
পাশাপাশি উখিয়া উপজেলা জুয়েলার্স সমিতিতে অন্তভুক্ত সম্মানিত সকল সদস্যবৃন্দদের নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচন কাজে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য নবনির্বাচিত কমিটির নেত্বতবৃন্দরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।