কক্সবাজার সদরে ঈদগাঁওতে এক দিনমজুরের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
২৩ শে ফ্রেরুয়ারী বিকেল সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ প্রাথমিক বিদ্যালয়ের পাশে হতদরিদ্র শাহ আলমের বাড়ী তে অগ্নিকান্ড সংগঠিত হয়ে পুড়ে ছাই হয়ে যায়।
পরপরেই স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়।
তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
অসহায় এ ব্যাক্তির শেষ সম্বল পরিবার পরিজন নিয়ে মাথা গোঁজার একমাত্র ঠাঁই বাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় তিনি হতভম্ব হয়ে পড়েন।
উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী।