কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের বটতলীস্থ ঝুমপাড়ায় আগুন লেগে ৫ টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১ টায় একটি চায়ের দোকানের চুল্লি থেকে আগুন লেগে দোকানগুলো পুড়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। এতে ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্তদের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
আগুন লাগার সাথে সাথে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোছাইন কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে আরো বেশ কয়েকটি দোকান আগুন থেকে রক্ষা পায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুনে আবদু ছাত্তার, মনির, ইছাক, আমিন ও আব্বাছের মালিকনাধীন দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
পেকুয়া থানা পুলিশ পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন।