Logo

উখিয়ায় এপিবিএনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ রোহিঙ্গা আটক

মোঃ শহিদ,উখিয়া। / ১২৮ বার
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

কক্সবারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে আটককৃত আসামীদের বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটককৃত আসামিরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মোঃ রফিকের ছেলে মো:সাইফুল ইসলাম (২২) মৃত ছৈয়দুল আমিনের ছেলে নূর মোহাম্মদ (১৯) নবী হোছনের ছেলে মোহাম্মদ সেলিম (৪৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

সুত্রমতে, ১৪ এপিবিএন ইন্টিলিজেন্স তথ্যের ভিত্তিতে মো:সাইফুল ইসলাম (২২) নূর মোহাম্মদ (১৯) এর বসত ঘরে কুতুপালং ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে একটি কালো পলিথিনের মধ্যে ৬০ (ষাট) পুড়িয়া গাঁজা যাহার ১৫৫ গ্রাম ও অন্য একটি কালো পলিথিনের মধ্যে ৬০ (ষাট) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৩৮০ টাকা উদ্ধার করে।

উক্ত আসামীদ্বয়ের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সেলিম (৪৭) এর বসতঘর থেকে কসটেপে মোড়ানো প্যাকেটসহ ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত গাজাঁ এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর