কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে দিনদুপুরে এক ব্যবসায়ীক দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সিসি ক্যামরায় শনাক্ত হয়েছে।
আজ রবিবার দুপুরে বাজারের নুর শপিং কমপ্লেক্সের ঢাকা খেলাঘরে মালামাল কিনতে ৪ জন মহিলা উক্ত খেলাঘরের দোকানে প্রবেশ করে।
সিসি ক্যামরা সূত্র মতে, ঐ মহিলারা কৌশলে মালামাল কেনার আড়ালে দামী ঘড়ি,বেসলেট ও চশমা চুরি করে নিয়ে যায়। ১২টা ২২ থেকে ১২ টা ৩১ মিনিটের মধ্যে চুরি কর্মকান্ড সংগঠিত হয়েছে।
ঢাকা খেলাঘর পরিচালক হারুন জানান, কৌশলে চারজন মহিলা দোকানে প্রবেশ করে মালামাল ক্রয় করার আড়ালে চুরি করে নিয়ে যায় বেশ কিছু জিনিসপত্র। যার যথাযথ প্রমান সিসি ক্যামরায় রক্ষিত রয়েছে।