কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা বাজার এলাকায় মোটরসাইকেল করে ইয়াবা পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় ইয়াবা পাচারের দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (২১ মার্চ) দুপুর ৩টার দিকে রামু জোয়ারিয়ানালা বাজার সংলগ্ন রশিদ মাকের্টের সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলো, রামু উওর মিঠাছড়ি এলাকার ছগির আহম্মেদের ছেলে আঃ হাফেজ (৩০), নন্দাখালী মুড়াপাড়ার মোঃ ইউসুফ নবীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০), টেকনাফ সাবরাংয়ের মৃত মোজার মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (২২), রামু তেছিফুলের মোহাম্মদ হোসেনের ছেলে আঃ কাদের (৩০) ও টেকনাফ সাবরাংয়ের মৃত এখলাছ মিয়ার ছেলে সামছুল আলম (৩৩)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী দুইটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রামু জোয়ারিয়ানালা বাজার সংলগ্ন রশিদ মাকের্টের সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে কক্সবাজারের দিক হতে আসা দুইটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে মোটরসাইকেলসহ পাঁচ ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় আটক করে। পরে তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।