করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহনে সরকার ঘোষিত নির্দেশনা মেনে যাত্রী পরিবহনসহ নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজার জেলা পুলিশ।বৃহস্পতিবার (১ এপ্রিল) কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। দূরপাল্লার বড় যানবাহন ও লোকাল যানবাহনের চালক ও যাত্রীদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা হয়।
এসময় সাথে ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম ও ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. রকীব উর রাজা।