বান্দরবানের প্রত্যন্ত এলাকার লোকজনদের পানিয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নিরাপদ খাবার পানি সরবরাহ প্রকল্প ‘প্রবাহ’। বান্দরবানের লাঙ্গি পাড়া এলাকায় দৈনিক ৫ হাজার লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই পানি শোধন প্রকল্পটি থেকে ওই এলাকার ৫’শ পরিবার পানীয় জলের সুবিধা পাবে। আজ শনিবার সকালে পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পটির উদ্বোধন করেন। এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব লীফ অপারেশন জহুরুল হক সরকার, হেড অফ এক্সটার্নাল এফেয়ার্স শেখ শাবাব আহমেদ, জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ রায়হান আহসান উল্লাহ, বিভাগীয় লীফ ম্যানেজার মামুনুর রশিদ, রিজিওনাল লীফ ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আরো একটি পানি শোধন প্রকল্প স্থাপন করে প্রবাহ। পাহাড়ের ঝিড়ি, ঝর্ণা, ছড়া, নদী থেকে পানি নিয়ে তা প্রকল্পের মাধ্যমে পরিশোধন করে লোকজনদের মাঝে সরবরাহ করা হয় প্রবাহের পানি শোধন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। পাহাড়ের প্রত্যন্ত এলাকার লোকজনদের পানীয় জলের সংকট নিরসনের লক্ষ্যে এই প্রকল্প গুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।