কক্সবাজার সদরের ঈদগাঁওতে বঙ্গিমবাজার
আলমাছিয়া মাদ্রাসা সড়কের আবাসিক বাসা বাড়িতে প্রতিরাতে চুরি সংগঠিত হচ্ছে।
গতকাল ৭ সেপ্টেম্বর গভীর রাতে শফি আলমের বাসার পার্শ্ববর্তী শামশুল আলমও রফিকের দুটি বাসায় চোরদল প্রবেশ করে অর্ধলাখেরও বেশি টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয়রা জানান,একটি সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটালেও প্রসাশন নিরব। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।