হচ্ছে জীবন ওলোট পালট
তোমার কাছে আসা
এই তো জানা বুঝে নেওয়া
মধুর ভালোবাসা
কতোটা পথ পেরিয়ে এলাম
তোমার ছুঁতে হাত
শুকতারা খুঁজেই ফেরা
ঘুম তাড়ানো রাত।
স্বপ্ন দেখা কতো কতো
হয়নি হিসাব রাখা
বুকের ভেতর একটি টিপের
মুগ্ধ ছবি আঁকা।
এসব কথা যায়না বলা
লুকিয়ে কোথায় রাখি
তোমার কাছে জমাই দেবো
ধার দেবো দু’আঁখি।