Logo

উখিয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুহাম্মদ হানিফ আজাদ / ১৯৫ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। সে ওয়ার্ল্ড ভিশন নামে এক এনজিওতে কর্মরত ছিলেন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর