কক্সবাজারে সাইবার অপরাধে অভিযুক্ত মো. মনসুর আলম মুন্না নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
চট্টগ্রাম এ কে খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর ল এন্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
অভিযুক্ত মনসুর আলম মুন্না রামু গর্জনিয়া দক্ষিণ বড়বিল এলাকার আব্দু সালামের পুত্র।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মনসুর আলম মুন্না তার ফেইসবুক আইডিতে দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও কুরুচিপুর্ণ লেখা ফেসবুকে পোস্ট দেয়ায় গত ৩০ ডিসেম্বর হারুনুর রশিদ বাদী হয়ে মুন্নাকে প্রধান আসামি করে কক্সবাজার মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার অপর আসামি বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন ইতিপুর্বে পুলিশের হাতে গ্রেফতার হলেও মুন্না এতদিন পলাতক ছিলেন।
সাইবার অপরাধী মুন্নার বিরুদ্ধে ইয়াবা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে বলে জানান পুলিশ।