কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা ঘুমধুম রেজুআমতলী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবীহিন ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার মূল্য তিন কোটি টাকা।
বুধবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে উখিয়ার সীমান্ত জলিলের গোদায় রেজুআমতলীর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩ কোটি টাকার এ মাদক উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলীর বিওপির সদস্যরা জানতে পারে মিয়ানমান থেকে ইয়াবার বড় একটি চালান ঘুমধুম সীমান্ত দিয়ে প্রবেশ করবে তার পরিপ্রেক্ষিতে এ তথ্যের উপর নির্ভর করে রেজু বিওপির সদস্যরা অই স্থানে উপস্থিত হলে মাদকরবারী তাদের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ জঙ্গলে পেলে কৌশলে পালিয়ে যায়।