Logo

উখিয়ায় ৮ এপিবিএনের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক / ৬৭ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা ও সাড়ে ৭ টার দিকে ক্যাম্প ১১ ও ৮ থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,ক্যাম্প ১১ এর জায়েনা খাতুন এর জামাতা ও অলি আহম্মদ এর ছেলে মোহাম্মদ আনোয়ার (৩২) ও ক্যাম্প ৮ এর ইস্ট ৪০ /বি ব্লকের ফজল হক এর ছেলে মোহাম্মদ আয়াছ(৩২)।

বৃহস্পতিবার রাতে এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কুমার এর নেতৃত্বে একদল পুলিশ ১১ নং ক্যাম্পের ১২/ সি -ব্লকে আসামি মোহাম্মদ আনোয়ার এর শাশুড়ি জায়েনা খাতুনের খাতুন বসত থেকে ৪ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতারপূর্বক ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ তে নিয়ে আসা হয়।

একইদিন রাতে সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৪০ ব্লকের ফজল হক এর বসত ঘরে অভিযান চালিয়ে তার ছেলে মোহাম্মদ আয়াছ (৩২)কে ৯ হাজার ইয়াবাসহ আটক করে।যার ইয়াবার আনুমানিক মূল্য
৩৯ লক্ষ) টাকা।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর