কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ আজিজুল হক নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-০৭, নৌকার মাঠ এলাকাস্থ, ব্লক:-এফ/৩ পানির ট্যাংকের সামনে আধা পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গা যুবক হচ্ছে ৭ নং ক্যাম্পের ৫/এফ ব্লকের আনোয়ারের ছেলে আজিজুল হক (২৯)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকাস্থ ব্লক:-এফ/৩ পানির ট্যাংকের সামনে আধা পাকা সড়কের পর হতে মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে ওক্ত আসামির গতিবিধি সন্দেহ জনক হওয়ায় ধৃত করে উপস্থিত সাক্ষীদের সম্মুকে দেহ তল্লাশি করে কালো পলিথিন মধ্যে থাকা নীল রংয়ের ২৫ টি পলি প্যাকের মধ্যে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।