কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টেকনাফ পৌর শহরের বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান চালিয়ে খাবারের হোটেল, মুদির দোকান,ও ফামের্সীতে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ০১ টার সময় অভিযান পরিচালনা করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।টেকনাফ মডেল থানার এস আই নাজিম উদ্দীন সহ সাংবাদিকদের উপস্থিতিতে
টেকনাফ কে কে পাড়া খাবারের হোটেলে পরিস্কার অপরিচ্ছন্ন না থাকায় ও মুদির দোকানে,বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং ফার্মেসিতে,লাইসেন্স না থাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ক্রয়-বিক্রয় করার কারণে ভোক্তা অধিকার আইনে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,টেকনাফে প্রায় দোকানে মেয়াদোত্তীর্ণ মামলা বিক্রয় এবং অস্বাস্থ্যকর খাবার তৈরি করার কারণে এই অভিযান পরিচালনা করা হয়, তিনি আরো বলেন ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।