মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনারপাড়া উকিল সৈয়দ হোসনের বাগানের সামনে থেকে কবির আহমেদ পূত্র বায়তুল্লাহ কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
১১ এপ্রিল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নেতৃত্বে অভিযানকারী থানার সহকারী উপ-পরিদর্শক জসিম উদ্দিন।
এবিষয়ে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল জানান, শাপলাপুরে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এবং মহেশখালী থানার মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান।