কক্সবাজার শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীসহ ১০জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল ওসি ( তদন্ত) মো. সেলিম উদ্দিন।
তিনি জানিয়েছেন, কক্সবাজার সদর থানা বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় ডাকাতি প্রস্তুতিকালে টিপ ছোরা, চাকু, লোহার রডসহ ৭ জন, দুই জন ছিনতাইকারীকে চাকুসহ এবং অন্যান্য অপরাধে ১ জনসহ ১০ জন অপরাধীকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা সেলিম উদ্দিন আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি ও ২টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।