উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১৬ শ ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে।
আটককৃতরা হলেন,৬ নং ক্যাম্পের ১১/এ ব্লকের নুর মোহাম্মদ এর ছেলে মোঃ ছাদেক (২২) ও ক্যাম্প- ২/ইস্ট,এর ৮-সি ব্লকের মৃত হোসেন আহম্মেদ এর ছেলে মোঃ রফিক (২২),।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুতুপালং ক্যাম্প-২/ওয়েস্ট এর ডি/১৩ ব্লক এর মনিরুল আলম এর বসত ঘর এর সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার এ,কে, এম এমরানুল হক মারুফের নির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় মোবাইল টীম ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের পরনে থাকা লুঙ্গীর সামনে ডান কোচর হইতে ৩টি নীল রংয়ের জীপার প্যাকেটের মধ্যে থাকা ১ হাজার ৬ শত পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সম্মূখে জব্দ করা হয়।
পরবর্তী আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।