উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্প-১৯, সি/১৫ ব্লকে কাশেমের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, ১২ নং ক্যাম্পের ১০/এফ ব্লকের সলিমুল্লাহ এর ছেলে রিজুয়ান (২০) ও ১৯ নং ক্যাম্পের ৬/বি ব্লকের জহির আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২২)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ক্যাম্প-১৯, সি/১৫ ব্লকে কাশেমের দোকানের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৪ হাজার ইয়াবার যার আনুমানিক ১২ লক্ষ টাকা।
পরবর্তীতে তাদেরকে আটক করে জব্দকৃত আলামত সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।