Logo

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি জব্দ, আটক-১

টেকনাফ প্রতিনিধি। / ১৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

কক্সবাজারের টেকনাফে মজুদকৃত সয়াবিন তেল ও চিনি জব্দ করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা রংয়ের লেগুনা গাড়ী হতে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৪০ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি চিনিসহ গাড়িটি জব্দ করে এবং এ ঘটনার সাথে জড়িত স্থানীয় নুর কবিরকে নামে এক ব্যক্তি আটক করতে সক্ষম হয়।

এসময় তেল ও চিনি মজুদের সাথে জড়িত হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দা নুর কবির (২৭) কে আটক করা হয়। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা মৌলভী পাড়ার মৃত কামালের ছেলে।

তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর