উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতি মোক্তার আহমদ শেখ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে নির্বাচিত করে সম্মেলন সম্পুর্ণ হয়।
শুক্রবার ১৩ মে বিকাল ৩টায় উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জয়নাল আবেদীন জয়, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ মোক্তার আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রোস্তম আলি চৌধুরী, প্রধান বক্তা উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্রী স্বপন শর্মা রনি মেম্বার। বিশেষ অতিথি জেলা কৃষক লীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহীম।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মেম্বার, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার সিকদার, ছৈয়দ মোহাম্মদ নোবেল, একরামুল হক, দেলোয়ার হোসেন দিলো, সামশুল আলম বলি, নুরুল ইসলাম বিজয়, সাজেদুর রহমান, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছৈয়দ হোসাইন, নুর হোসেন সহ উপজেলার প্রত্যক্ষ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।