চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বাড়িতে মায়ের সাথে অভিমান করে শহিদুল ইসলাম পুতুমনি (২৩) নামের যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রবিবার (১৫ মে) সে ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার ফরিদুল আলম। নিহত শহিদুল ইসলাম পুতুমনি ওই এলাকার মো. আনুর ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, পারিবারিক বিষয়ে রাত ১২টার দিকে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে পুতুমনি তিনশ মিটার দুরবর্তী দোকানে গিয়ে তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের বড়ভাই খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকজন ও মেম্বারকে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে চকরিয়া থানার পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।