Logo

টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

ডেইলী উখিয়া নিউজ ডেস্ক : / ২৩ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএনের সদস্যরা।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার সময় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার সময় টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী নুর হাসন (১৯) প্রকাশ বাইন্নাকে গ্রেফতার করে।

সে ব্লক-আই/৯ এক্সটেনশন নয়াপাড়া ক্যাম্পের মোস্তফা কামালের ছেলে। এ সময় তার দেখানো মতে নুরালী পাড়াস্থ পাহাড়ের ঢালু থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান (এলজি), দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্যের বলে জানান, টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি আরও জানান, উক্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর