উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিণমারা এলাকায় পাহাড় কেটে অবৈধ বালি উত্তোলন করছে ড্রেজার মেশিন বসিয়ে স্থানীয় কতিপয় বালু ব্যবসায়ী জহির চৌধুরীর নেত্বতে ২০ সিন্ডিকেটের মধ্যে অন্যতম হেলাল উদ্দিন,মেম্বার শাজাহান,নুর মোহাম্মদ, রেজা,ছৈয়দ হোসন,ছৈয়দ করিম,বদিউল আলম।
জানাযায়,উক্ত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পাহাড়ের মাটি কেটে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে দিনে রাতে প্রশাসনের চোখ পাকি দিয়ে নির্বিচারে স্থানীয় বিট কর্মকর্তাকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে বালি উত্তোলন বানিজ্যে চালিয়ে যাচ্ছে।
স্থানীয় গ্রামবাসী জানান,পাহাড় কেটে বালি উত্তোলনের ফলে বসতবাড়ি বিলিন হওয়ার আশংকা করছেন।পাশাপাশি বালি খেকোদের প্রশাসনের আওতায় আনা না হলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
জানা গেছে,অইচ্ছার গোনা,মাছনের গোনা,নুরুলিক্কার গোনা থেকে এই বালু উত্তোলন অব্যাহত রয়েছে।