সদরের ঈদগাঁও বাজারে কদিনের ব্যবধানে ৩০ টাকার পিয়াজ এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রনে নেই কোন তদারকি। ব্যবসায়ীরা জানান,মূল স্থানে বৃদ্ধির কারনে প্রভাব পড়েছে স্থানীয় পিয়াজের বাজারেও।
গতকাল সন্ধ্যায় ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বে মাইজ পাড়ার আজিম, শামসু এবং কালির ছড়ার হোসনসহ কজন জানান, হঠাৎ ৩০/৩৫ টাকা কেজি পিয়াজের দাম বৃদ্ধি পেয়ে ৭০/৮০ টাকায় বিক্রি করছে। আবার অনেকে দোকানে কম দামেও বিক্রি করছে। দাম আরো বাড়তে পারে বলেও উল্লেখ করে বিক্রেতারা। পেয়াঁজের দাম বৃদ্বি পাওয়ায় ক্রেতারা বিপাকে পড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, বাজারের কাঁচা বাজার, মুদি পট্টি ও পিয়াজের দোকান গুলোতে ক্রেতাদের সংখ্যা মোটামুটি। তবে দাম নিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে।
ঈদগাঁও বাজারসহ বিভিন্ন উপবাজারের এক শ্রেনীর মজুদদারী পিয়াজের দাম বৃদ্ধির অজু হাত দেখিয়ে ক্রেতাদের কাজ থেকে নানা ধরে বিক্রি করছেন খুচরা পিয়াজ।
এই ব্যাপারে ঈদগাঁও বাজারসহ উপবাজার সমুহে দ্রুত সময়ে মনিটরিংয়ের মাধ্যমে পেয়াজের দাম নিয়ন্ত্রনে রাখার প্রতি আহবান জানান ক্রেতারা।