নিখোঁজের পয়ত্রিশ দিন সন্ধান পেল কক্সবাজার জালালাবাদের ছাতিপাড়ার ফাহিমের। তিনি ঈদগাঁওর উত্তর মাইজপাড়া জুমবাড়ীর হাফেজ খানার ছাত্র ছিল। নিখোজের ঘটনায় ১৬ আগস্ট কক্সবাজার মডেল থানায় একটি জিডিও দায়ের করেছিন তার মা ফরিদা বেগম।
বিগত ১১ আগস্ট নাস্তা খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফাহিম। পরে জানতে পারে যে, সেই মাদ্রাসায় যায়নি। পরপরই আত্মীয়-স্বজনরা সম্ভব্য সব জায়গায় খোঁজখবর অব্যাহত রেখে ছিল।
১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্রগ্রামের কালামিয়া বাজার এলাকায় ফাহিমের বড়ভাই ফয়সাল তাকে দেখলে, গাড়ী থেকে নেমে ধরে ফেলে। পরে জালালাবাদস্থ বাড়ীতে নিয়ে আসে।
তার বড় ভাই ফয়সাল এ প্রতিবেদককে জানান, একমাস ৫ দিন পর নিঁখোজ হওয়া ভাই ফাহিমকে চট্রগ্রামে পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নিখোঁজ ফাহিমকে পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।