নারীদের কোপা আমেরিকায় ব্রাজিলের নারীদের দাপট সবার উপরে। তাদের সামনে অন্য দলগুলো দুধভাত। ১৯৯১ সাল থেকে কোপা ফেমেনিনার শুরুর পর থেকে নয় আসরের সব কয়টাতে ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা।
রোববার (৩১ জুলাই) এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। সব রেকর্ড উড়িয়ে টানা চতুর্থবার এবং মোট অষ্টমবার শিরোপা জিতেছেন ব্রাজিলের মেয়েরা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যচের একমাত্র গোল টি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।
৯০ মিনিট পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে ব্রাজিলের মেয়েরা। প্রায় ম্যাচে ছিল তাদেও মুখে দারুণ এক হাসি। তাদের মুখের হাসিটাই বলে দিচ্ছিলো যে তারা এবারও ঘরে শিরোপা নিয়ে যেতে চাচ্ছে। ব্রাজিলের কাছে বল দখলে থাকলেও বহুবার শট নিয়েও ব্যার্থ হয়েছে কলম্বিয়ার মেয়েরা।
ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রনে রাখলেও স্বাগতিকদের চেষ্টার কোন কমতি ছিলো না। তবে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সাথে পেরে উঠতে পারেনি তারা। গত ১৯৯১ সাল থেকে নারীদের কোপা আমেরিকার ২০০৬ সাল বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। ২০০৫ সালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা।