Logo

মহেশখালীতে ৮’শ লিটার চোলাই মদসহ দুই মদ ব্যবসায়ী আটক

মহেশখালী প্রতিনিধি। / ২৭ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

৮’শ লিটার চোলাই মদসহ দুই মদ ব্যবসায়ীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার বড় মহেশখালী ফকিরাকাটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত’রা হলেন বড় মহেশখালী দেবাঙ্গা পাড়া মৃত হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪২) ও একই ইউনিয়নের সিকদার পাড়া নামক এলাকার মৃত গোলামবারীর পুত্র নেজাম উদ্দিন (৩২)।

এসময় তাদের কাছ থেকে বান্দরবান থেকে আনা ৮’শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। মদ বহনকারী কক্সবাজার ‘থ’ ১১-২৪৯৪ নং এর একটি সিএনজিও জব্দ করে পুলিশ।

মহেশখালী থানার (ওসি) প্রণব কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার পুলিশ উপপরিদর্শক (এস.আই) আবু বক্কর, এএসআই জসিম উদ্দিন ও এএসআই জাহিদ হোসেনের নেতৃত্বে বান্দরবান থেকে বিক্রির উদ্দেশ্য ৮’শ লিটার মদ মহেশখালী আনার সময় দুই মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মদ বহনকারী একটি সিএনজিও জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর