মহাসড়কের ঈদগাঁও পয়েন্টে পাজারোসহ দুটি গাড়ীর ধাক্কায় দুইজন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৯ সেম্পম্বর সকাল আটটার দিকে ঈদগাঁও বাস স্টেশনস্থ গরুর বাজার নামক স্থানে কক্সবাজার মুখী পাজারো আর ঈদগাঁওমুখী লাইন সাভিসের ধাক্কায় পাজারো গাড়ীর দুজন লোক আহত হন। তারা হলেন,ঢাকার জুবায়ের হোসেন ও সৌরভ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গাড়ী দুটির সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএস আই বিলাস দূর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন।
স্থানীয় উপস্থিত লোকজন, ঢাকা থেকে একটি কোম্পানীর লোকজন কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল। তারা ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়ে এহেন অবস্থান সৃষ্টি বলে জানান।