Logo

ঘাটাইলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- / ২০০ বার
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মামার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়আনি বকশিয়া গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু সোহান ঘাটাইল উপজেলার ছুনটিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে এসে স্কুলের পাশে বড়খালে শাপলা তুলতে গিয়ে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন সোহানকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী খাল থেকে তার নিথর দেহ ভেসে উঠে।

সে সময় তাকে পানি থেকে ডাঙায় তুলে অবৈজ্ঞানিক উপায়ে শরীরে লবণ দিয়ে পরিবার ও গ্রামের লোকজন চিকিৎসা দিতে থাকে।

তারপরও শিশুটির কোন সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর