Logo

ঝাওয়াইল বাজার সেতুর নিচ থে‌কে চা বি‌ক্রেতার মর‌দেহ উদ্ধার

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- / ২০০ বার
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

টাঙ্গাইলের গোপালপুরে সেতুর নিচ থে‌কে এক চা বি‌ক্রেতার ভাসমান মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (২০ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার ঝাওয়াইল বাজার সংলগ্ন সেতুর নিচ থে‌কে মর‌দেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপ‌জেলার ঝাওয়াইল গ্রা‌মের আজিব‌র রহমা‌নের ছেলে ইসমাইল হোসেন (৩৪)।

স্থানীয় ও নিহ‌তের স্বজনরা জানায়, প্রতি‌দি‌নের ম‌তো ইসমাইল গতকাল (শ‌নিবার) রা‌তে চা বি‌ক্রি শে‌ষে দোকান বন্ধ কর‌লেও বা‌ড়ি‌তে ফি‌রে‌ আ‌সে‌নি। তার স্বজনরা অ‌নেক খোঁজাখুঁজি ক‌রেও কোনো সন্ধান পায়‌নি।

প‌রে রোববার সকা‌লে ঝাওয়াইল বাজার সংলগ্ন সেতুর নি‌চে তার মর‌দেহ ভে‌সে উ‌ঠে। প‌রে থানা পু‌লিশ‌কে খবর দেওয়া হয়।

গোপালপুর থানার অফিসার ইনর্চাজ ( ভারপ্রাপ্ত) কাইয়ুম সি‌দ্দিক জানান, খবর পে‌য়ে ঝাওয়াইল এলাকার ওই সেতুর নিচ থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মর‌দেহ‌টি ওই এলাকার একজন চা বি‌ক্রেতার ব‌লে প‌রিচয় পাওয়া গে‌ছে। ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর