চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩টি বিদেশী পিস্তল, ১ টি রিবলবার ও ৩টি ম্যাগজিনসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারী মিঠুন আলী ওরফে ইয়াছিনকে(৩০)জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর খামার পাড়া গ্রামের মৃত. বিপতি মিস্ত্রির ছেলে
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে শিবগঞ্জ যায় র্যাবের একটি দল। এ সময় মুসলিমপুর এলাকায় মিঠুনসহ আরও কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব মিঠুনকে আটক করে তার দেহ তল্লাশী করে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিঠুন দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।