কক্সবাজারের পেকুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই সবারই মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে।প্রত্যেকটি ইউনিয়নে অনেক নতুন মুখের আনাগোনা বেড়ে যাচ্ছে। অনেক হাইব্রিড লীগ টাকা দিয়ে নমিনেশন কেনার জন্য বসে আছে।অনেকে জোর করে এবং ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে ভোট কারচুপি করার জন্য বসে আছে।জনতার মাঝে সম্ভাবনীয় উন্নয়নের ঝুড়িঝুড়ি কাব্য,সততার উপরন্ত প্রতিশ্রুতি।
তবে প্রার্থীরা নিচের সিদ্ধান্তে বিশ্বাসী।বিশ্বাস সবার অতি লোভনীয়….
আবার অনেক প্রার্থী প্রসাশনিক সর্বক্ষমতা ব্যবহার করে চেয়ারম্যান হতে চাই।
অনেক প্রার্থীরা এখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কিনে রেখেছে।
এক প্রার্থী ১-কোটি টাকা খরচ করলে অন্য প্রার্থী ২-কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দিচ্ছে জনগোষ্ঠীকে।
শিক্ষাগত যোগ্যতাকে এখানে নিকৃষ্ট এবং পেশী,বংশগত শক্তিকে উচ্চস্থানে স্বীকৃত প্রদান করছে প্রার্থী-গণ।
অনেক প্রার্থীরা টাকায় নেতা,পাওয়ার,কর্তা মশাই সর্বত্র কিনে নেওয়ার পরিকল্পনা নিয়ে বসেই আছে।
এবার আপনারা বলেন প্রার্থীগণের কাছে ভবিষ্যতে আমরা কি কি আশা করতে পারি???