Logo

ব্লাউজহীন’ শাড়িতে ভাইরাল মিথিলা

বিনোদন ডেস্ক। / ১৫৪ বার
আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

 

ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ওপার বাংলায় শ্বশুরবাড়ির দেশে চলে যান অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলা।

বাংলাদেশি অভিনেত্রী হওয়ার পাশাপাশি সৃজিত ঘরণী হওয়ার পর যেন তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাড়িতে ধরা দিলেন মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। আলোআধারিতে সম্পূর্ণ হট লুকে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। এরকম বেশে সৃজিতপত্নীকে দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

পোশাক বলতে গায়ে শুধু একটা শাড়ি। ব্লাউজহীন মিথিলা এক কথায় অনবদ্য। ছবির সঙ্গে জীবনানন্দ দাশের কবিতার কয়েক লাইন তুলে ধরেছেন অভিনেত্রী।

জীবনানন্দের বনলতা যেন ‘আলোআধারি’ মিথিলা। মিথিলা লিখেছেন, সব পাখি ঘরে আসে— সব নদী, ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনানন্দ দাশ।

মুহূর্তের মধ্যে ছবিটিতে লাইকের বন্যা বয়ে গেছে এবং তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাতা। তবে ছবিটি কী মিথিলা আগামী কোনও ছবি বা ওয়েব সিরিজের পোস্টার তা জানা যায়নি।

বর্তমানে মিথিলা মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন।
সূত্র: এশিয়ানেটনিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর