কক্সবাজারের উখিয়াতে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিজাম উদ্দীন আহমেদ (১৭৫৮৪)কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক ১৯৬ স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নিজামুদ্দীন আহমদ সহ ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়। উখিয়াতে নতুন ইউএনও নিজাম উদ্দীন আহমেদ কুমিল্লা জেলার বাসিন্দা। তাঁর শ্বশুর বাড়ি চট্টগ্রামে।
প্রসঙ্গত, উখিয়ার বিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান জনপ্রশাসন বিষয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে সরকারিভাবে যুক্তরাজ্য যাচ্ছেন। বিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর উখিয়াতে তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করছেন।