সিটিজি সংবাদ ডটকমের সর্বোচ্চ সংবাদ প্রকাশক হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের উখিয়ার সংবাদকর্মী কায়সার হামিদ মানিক।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত সিটিজি সংবাদ ডটকমের প্রতিনিধি সম্মেলনে সিটিজি সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক আবু তাহের তাকে সর্বোচ্চ সংবাদ প্রকাশক হিসেবে ঘোষণা করেন।সর্বোচ্চ সংবাদ প্রকাশক হওয়ায় কায়সার হামিদ মানিক পুরস্কার হিসেবে পেয়েছেন- ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী।
সর্বোচ্চ সংবাদ প্রকাশক নির্বাচিত হওয়ায় কায়সার হামিদ মানিক সিটিজি সংবাদ ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতায় যেমন আনন্দ আছে ঠিক তেমনি আছে চ্যালেঞ্জও। সেই মিশেল স্বাদ নিতে প্রথম থেকেই নিজেকে যুক্ত করেছিলাম সিটিজি সংবাদ ডটকমের সাথে। সিটিজি সংবাদ ডটকম আমাকে হাঁটতে শিখিয়েছে। যার প্রতিফলন আজকের এই অর্জন। প্রতিটি অর্জনই কাজের প্রতি আন্তরিকতা বাড়ায়। জাগ্রত করে দায়িত্ববোধ। প্রত্যাশা থাকবে সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করার।
কায়সার হামিদ মানিকের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। সিটিজি সংবাদ ডটকমের প্রথম থেকে উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি জড়িত আছেন ব্যবসার সাথে। উখিয়ার একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন দৈনিকে কাজ করায় লেখালেখির হাত বেশ পাকাপোক্ত। তিনি বর্তমানে জাতীয় দৈনিক খোলা কাগজ, দৈনিক পূর্বকোণের, উখিয়া প্রতিনিধি এবং ডেইলী উখিয়া নিউজ ডটকমের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।পরিশেষে সে সবার সহযোগীতা ও দোয়া চেয়েছেন।