Logo

শুধুই ক্ষয় আর ক্ষয়

ডেইলী উখিয়া নিউজ ডেস্কঃ / ২৯০ বার
আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

এম,এ সাইফুল ইসলামঃ

তোমায় ভেবে ধরতে গেলাম শিশির
অভিমানে তুমি হলে দুপুরের খররৌদ্র।
তোমায় ভেবে জলের দিকে হাত বাড়ালাম
উড়ন্ত বাষ্প হয়ে চলে গেল অদূর নিলিমায়।

তব ভেবে পদ্মফুল বুক-পকেটে রাখলাম
দেখি লুকানো খন্ড খন্ড বিবর্ন ঝরাপাতায়।
তোমায় ভেবে চাঁদের দিকে থাকামাল।
বাষ্পরাশি হয়ে নিজেকে আড়ালে করলে।

তোমায় ভেবে পৃথিবীকে সর্গে সাজায়
অশুভ দাবানলে সব পুড়ে হল ছাই।
আমার ছোঁয়ার কিছু আর থাকলো না
থাকে শুধুই ক্ষয় আর ক্ষয়।

ভরা বর্ষায় এই গ্রীষ্মের জলবায়ু
গাছের ছায়ার জন্য দাড়ালাম
আমার শব্দ শুনেই শুরু স্নোফুল
এই আঙ্গুলে কিছুই থাকেনা
শুধু বরফ আর বরফ হয়ে যায়।

পদ্ম,শিশির আর রাতের ঐ জোছনা
একবিন্দু ভালোবাসা দেয়নি।
যেদিকে যায় যা চাই থাকেনা
থাকে শুধুই ক্ষয় আর ক্ষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর