Logo

নির্বোধ পরাজয়

ডেইলী উখিয়া নিউজ ডেস্কঃ / ৩১৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

এম,এ সাইফুল ইসলামঃ

রোহিঙ্গা তুমি স্বদেশে ভিটা মাঠি ছেড়ে
বাংলায় আমার অব্যয় এসেছিলে।
আমার ভিটায় তোমার বসবাস
আমায় মেরে করছো বিনাশ।

সন্তানের অন্ন ফসলের মাঠ
বক্ষ জুড়িয়া দিলাম লুটে নিলে ভাত।
গলিপথে পড়ে ছিলে যখন
আমি বুক চিতানে টেনে নিয়েছিলাম।

আজ তোমার শত শত দরদী
কোনো কিছুর অভাব নেই আর
তাই মাথা গোঁজার ঠাঁই ছিনিয়ে নিলে?
নিজের অন্ত পাথেয় টুকো দিয়ে
নিঃস্ব আমি তোমায় সজীব রাখতে
বিনিময়ে দিলে লাশের উপায়ন।

এনজিও কর্তাগণ মারছে দুখে দুখে
সব কিছু থেকে মম বঞ্চিত করে।
রাগব-বোয়ালরা কর্তা রয়েছে কত
নিয়ে আসে স্বজন আছে যত
আমার অধিকার হরন করতে বস্তু।

পদোন্নতি সৌভাগ্য দাদার দুর্গাে
আমি চাকরি হারায় স্থানিয় বলে
অক্ষমে নিমিত্ত মম নির্বোধ পরাজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর