জান্নাতুল ফেরদৌসঃ
এমন নামটি পাবো কোথায় খুঁজে
যেতাই আছে সব গ্লানির স্বাদ
দেখলে মিটে সন রাগ।
মায়ের মুখে হাসি দেখে
ভুলে যায় সব ব্যথা,
মায়ের ছুয়াতে ঝড়ে যায়
সব দুঃখ জমাট বাধা।
মা জননী কষ্ট করে
যেথায় সব করে ধারণ বারণ,
প্রভু মোদের আল্লাহ তায়ালা
কষ্ট দিতে করেছে তাদের বারন।
দেখতে দেখতে চোখে আসে জলসা
তবু মেটেনা মা জননীকে দেখার স্বাদটা।