কক্সবাজার উত্তর বনবিভাগ মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
২রা অক্টোবর সকাল ৬টার দিকে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে মাছুয়াখালী বিট এলাকার কানসিরাঘোনা নামক সরকারী সংর ক্ষিত বনের মধ্যদিয়ে প্রবাহিত খাল হতে এবং পাহাড় কেটে অবৈধ বালু উত্তোলনের চেষ্টাকালে একটি ড্রেজার মেশিন এবং শতাধিক ফুট পাইপ জব্দ করা হয়। এতে মেহেরঘোনা বিট কর্মকর্তা ,কালিরছড়ার ষ্টাফ ও ভিলেজারগন অংশ নেন।
জড়িতদের বিরুদ্বে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সাহসী ভুমিকা নেওয়ায়
মেহেরঘোনা বিট কর্মকতাকে ধন্যবাদ জানান।
রেঞ্জ কর্মকতার সাথে কথা হলে তিনি অভিযান চালিয়ে ড্রেজার মেশিন এবং পাইপ জব্দ করার সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।