Logo

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৪৩ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মোঃ মেশবাহুল হক চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮৩ বার
আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৪৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে রহনপুর বাজারের গোলামাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
১৬ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৬বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে রহনপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় সে এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৪৩ কেজি।
বিজিবি আরও জানায়, মূর্তিটি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর