কক্সবাজার সদরের ঈদগাঁওতে কক্স প্যানোয়া টাইমস ডটকমের পরিচিতি সভা,কার্ড হস্তান্তর অনুস্টানে বক্তারা বলেন, সাংবাদিকতার আদর্শ ও মুল্যেবোধ সমুন্নত রাখার আহবান। সাংবাদি কতা একটা রাষ্ট্রের দর্পন। সমাজের অসংগতি, অবিচার, অন্যায় জাতির কাছে তুলে ধরে সামা জিক ন্যায় বিচার প্রতিষ্টা,শান্তি,শৃংখলা,নিরাপত্তা নিশ্চিত করন ও মানবিক সমাজ প্রতিষ্টায় অন লাইনের গুরুত্ব অপরিসীম।
৪ অক্টোবর বিকেলে ঈদগাঁও বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে নব অনলাইন কক্স প্যানোয়া ডটকম সম্পাদক ও প্রকাশক সাহেদ কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কক্স প্যানোয়া ডটকমের চেয়ারম্যান রাজিবুল হক চৌধুরী রিকো।
বক্তব্য রাখেন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল আমিন হেলালী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক তারেকুল হাসান তারেক, পরিবেশবাদী সংগঠক,লেখক কাফি আনোয়ার, জালালাবাদ যুবলীগ সভাপতি, ব্যবসায়ী নেতা হাসান তারেক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু হেনা বিশাদ।
প্রতিনিধি হিসেবে কার্ড হস্তান্তর করে, রামুস্থ স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, ঈদগাঁওস্থ স্টাফ রিপোর্টার এম আবু হেনা সাগর, উখিয়াস্থ স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, নাইক্ষ্যংছড়িস্থ স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রিজবী এবং সদর প্রতিনিধি মোয়াজ্জেম মোর্শেদ। এই সময় তাদের কে টি-শার্ট প্রদান করা হয়।
অনুস্টানে উপস্থিতি ছিলেন, জালালাবাদ বিএনপির আহবায়ক, সাবেক মেম্বার মো: জাকারিয়া
সদর উপজেলা যু্বলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, ঈদগাঁও যুবলীগের সাধারন সম্পাদক রাসেদ উদ্দিন,ঈদগাঁও ছাত্রলীগ সভাপতি রাহুল পাল, ইসলামপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ তামিম,
ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তৌহিদ রানা, সংবাদকর্মী মোজাম্মেল হক, কাউছার উদ্দিন শরীফ,আলা উদ্দিন,ছাত্র
নেতা শোয়েবসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
বক্তারা চার মাসে কক্স প্যানোয়া ডকটমের অগ্র যাত্রার প্রশংসা করেন। সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রতি আহবান জানান।