কক্সবাজারের উখিয়ায় এখনো স্বাভাবিক হয়নি জন্ম নিবন্ধন কার্যক্রম। ভোগান্তির শেষ নেই মানুষের। ৬ অক্টোবর সমস্যার সমাধান বিহীন ভাবে সারাদেশের ন্যায় উখিয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে ৩ বছর বন্ধ থাকা জন্ম নিবন্ধন সার্ভার ১ সেপ্টেম্বর খুলে দেয়া হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদ প্রোভাইডারদের জন্ম নিবন্ধন সার্ভারের পাসওয়ার্ড দেয়া হলেও নানা জটিলতার কারণে জন্ম নিবন্ধন করতে পারছে না সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুর ১২টায় উখিয়া উপজেলা পরিষদ হল রুমে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, বয়স প্রমাণে জটিলতা, তথ্য প্রদানকারী, যাচাইকারীসহ বহুমুখী সমস্যা বিধিমালা অনুযায়ী পরবর্তী মিটিংয়ে সমাধান করা হবে।
নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শীর্ষক আলোচনা সভায় উখিয়ার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা জন্ম নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে বয়স প্রমাণ সংক্রান্ত জটিলতাসহ বহুমূখী সমস্যার কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য কবি আদিল উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগষ্ট পরবর্তী উখিয়া-টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে ১১লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে। রোহিঙ্গারা যাতে জন্মনিবন্ধন বন্ধ করতে না পারে ১৯ সেপ্টেম্বর থেকে সরকার কক্সবাজারে জন্মনিবন্ধন সার্ভার বন্ধ করে দেয়। সেই থেকে বন্ধ রাখা হয় জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার।