মহেশখালী – কক্সবাজার নৌ পথ নিরাপদ রাখার জন্য গত কাল মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে চলাচলকারী ২০টি গাম বোটের জন্য সিগনাল লাইট, টর্চ লাইট বিতরণ করা হয়। আগামী তিন দিনের মধ্যে এই রুটের যাত্রীদের জন্য ২০০ লাইফ জ্যাকেট বিতরণ করা হবে বলে ও জানা গেছে।এছাড়াও পর্যায়ক্রমে সব নৌ যানের জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করার চেষ্টা করা হবে।
উপস্থিত গাম বোটের চালকদের উদ্দেশ্য উপজেলা প্রশাসন কর্তৃক জারিকৃত ৯ দফা নির্দেশনা মেনে চলার ও নির্দেশ দেয়া হয়েছে। বিশেষতঃ সবাই যাতে যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান আমরা যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিক ভাবে ২০টি গামবোটে কিছু নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছি।সামনে আরও ব্যাপক প্রোগ্রাম আছে।সকলকে উপজেলা প্রশাসেনর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।