চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আবুল বশর (৬০)। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএমএ এলাকায় ঢাকামুখী সড়কের পাশ দিয়ে বৃদ্ধ আবুল বশর হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ আবুল বশর নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।