বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২ টার দিকে রাঙ্গুনিয়া থেকে ফেরার পথে মৌলভী পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।