কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দু রহমান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়ের উত্তর মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দু রহমান ওই এলাকার মাহাবু আলীর ছেলে। নিহতের পিতা মাহাবু আলী জানায়, উঠানে খেলছিল আব্দু রহমান। কোন এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার মর্মান্তিক মৃত্যু হয়। স্বজনরা জানায়,বিভিন্ন জায়গায় তার খোঁজ নেওয়া হয়। বাড়ির পুকুরের পানিতে পায়ের জুতা ভাসছিল। পুকুরে তল্লাশি করে তার মরদেহ পাওয়া যায়। এদিকে এক মাত্র ছেলে আব্দু রহমানের অকাল মৃত্যুতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ইউপি সদস্য ওসমান গনি জানায়, পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।