কক্সবাজারের পেকুয়ায় ৭ম শ্রেনীর ছাত্রী নাহিদা জান্নাত সামিয়া (১৪) এর বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাছেম বিল্যাহ অভিযান চালিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন।
এ সময় বর ও কনে পক্ষকে ভ্রাম্যমান আদালতে ১২ হাজার টাকা অর্থ দন্ড জরিমানা করা হয়। বারবাকিয়া ইউপির ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদি জানায়, বারবাকিয়া ইউপির সবজীবন পাড়ার ছৈয়দ আহমদ দফাদারের ছেলে আফ্রিকান প্রবাসী রাশেদুল ইসলামের সাথে প্রতিবেশী সৌদি প্রবাসী শফিউল আলমের মেয়ে নাহিদা জান্নাত সামিয়ার বিয়ে অনুষ্টান চলছিল। খবর পেয়ে আমরা বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছি। ইউপি সদস্য নাছির উদ্দিন মিয়া জানায়, মেয়েটি ৭ম শ্রেনীর ছাত্রী। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম জানায়, মেয়েটি আমার বিদ্যালয়ের ৭ম শ্রেনীর নিয়মিত ছাত্রী। বাল্য বিয়ের বিষয়ে ইউএনও স্যারকে অবগত করা হয়েছে। ইউএনও মোতাছেম বিল্যাহ জানায়, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। ৭ম শ্রেনীতে পড়ে। বাল্য বিয়ের খবর পেয়ে সরেজমিনে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। দু’পক্ষের কাছ থেকে মোচলেকা নেয়া হয়েছে।